হালাল ভালোবাসা

দাড়িপাল্লায় ওজন করা দেখেছেন?
চিন্তা করছিলাম, এর একদিকে ভালোবাসা আর অন্যদিকে অসম্মান, কষ্ট, যন্ত্রণা। দুইটা পাল্লা। কোন দিকটা বেশি ভারি হবে বলতে পারেন?
বুঝতে পারছেন না?
যদি বিয়ের পর ভালোবাসা হয়, হালাল ভালোবাসা। তাহলে হয়তো সব দুঃখ-কষ্ট ভুলে যাওয়া যায়। কিন্তু বিয়ের আগে হারাম প্রেমে কি সুখ? ঘুমোলেও শান্তি নেই, কষ্টগুলো স্বপ্নেও খুবলে খুবলে খায়।
আজ যাকে ভালোবাসছেন, কাল সে যে অন্যের স্বামী/স্ত্রী হবে না তার কি নিশ্চয়তা আছে?




ঠিক জানেন তো সে অন্য ছেলের/মেয়ের হাত ধরে চলে যাবে না? আপনাকেই বিয়ে করবে? আমি কিন্তু শত শত কাহিনী ঝরে যেতেই দেখেছি ...
আর যদি একটুখানি আত্মসম্মানবোধ থাকে, একফোটা আল্লাহর ভয় থাকে তাহলে আপনার সাথে পরকীয়া প্রেমও করবে না। তাহলে?
সেই নারীকে নিয়েই সুখের স্বপ্ন সাজাবে। অথবা স্বামীকে নিয়ে ঘর করবে। আপনার জন্য তার জীবনে কোন স্থান নেই। না নেই..
তার যতো ভালোবাসা, যতো আবেগ, হাসি-কান্না, ঝগড়া ঝাটি সব সেই মানুষটার জন্যই রাখা। কী অযাচিত আপনি তার জীবনে। কেন যে আমরা বিয়ের আগে প্রেম করি! বিয়ের পরে প্রেম করুন!
আল্লাহ তা'আলাও আপনার ওপর খুশি, আপনিও সুখে থাকতে পারবেন। বিয়ের আগের হারাম অ্যাফেয়ারে জীবনটা ছারখার করে দেয়া ছাড়া আর কী হয়..! ঘুম হারাম হয়!
কয়েকটা ঘা আরো দগদগে হয়, আর কিছুই হয়না..
(সংগৃহীত)



অনলাইনে দারুন সব ইসলামিক টি শার্ট অর্ডার করতে ভিজিট করুনঃ https://bit.ly/2xO1qs1


No comments

Powered by Blogger.